নবনিযুক্ত প্রধান বিচারপতির,জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নবনিযুক্ত প্রধান বিচারপতির,জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতীয়

কাজী শহীদুল্লাহ তনয়, নিজস্ব প্রতিনিধি:সাভারে নবনিযুক্ত প্রধান স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। নিবেদন করেছেন দেশের ২৩ তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে নব নিযুক্ত বিচারপতি সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌছান। সৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসাবে ছিলেন আপিল বিভাগের বিচারকগন এবং সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও কর্মকর্তাগন।
শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করে বেলা ১২টা ১০ মিনিটে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে নতুন দায়িত্বের শপথ নেন তিনি। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিতি ছিলেন।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর