আশুলিয়া ও কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। জব্দ করা হয় গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার। সকাল থেকে তিতাসের সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম মোল্লার নেতৃত্বে চালানো হয় এ অভিযান। এসময় এলাকাটি অভিযান পরিচালনা করে এক কিলোমিটার লাইন ও তিন শতাধিক আবাসিক সংযোগ বিছিন্ন করেন। জব্দ করেন পাইপ ও রাইজার
তিন শত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়া ও কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। জব্দ করা হয় গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার।
সকাল থেকে তিতাসের সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম মোল্লার নেতৃত্বে চালানো হয় এ অভিযান।
এসময় এলাকাটি অভিযান পরিচালনা করে এক কিলোমিটার লাইন ও তিন শতাধিক আবাসিক সংযোগ বিছিন্ন করেন। জব্দ করেন পাইপ ও রাইজার। অভিযানের পর অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তিতাস।
সটঃ প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম মোল্লা, ব্যবস্থাপক, তিতাস, সাভার।