দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডোমিঙ্গো। ৪৪ বছর বয়সী সাবেক প্রোটিয়া এই কোচ বাংলাদেশের দায়িত্ব নেবেন ২১ আগস্ট। নতুন দায়িত্ব পেয়ে খুব উচ্ছ্বসিত বাংলাদেশের নতুন এই কোচ।
এক প্রতিক্রিয়ায় প্রোটিয়াদের সাবেক এই কোচ জানিয়েছেন, ‘বর্তমান প্লেয়ারদের উন্নতির ধারা ধরে রাখতে মুখিয়ে আছি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের থেকে উঠে আসা উদীয়মান তারকাদের ভবিষ্যৎ উন্নয়নে কাজ করতে অপেক্ষায় আছি।’
অবশ্য বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়াকে বড় সম্মান হিসেবে দেখছেন ডোমিঙ্গো, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। বাংলাদেশ দলের উন্নতির ধারা খুব আগ্রহের সঙ্গে অনুসরণ করে আসছি। তাই তাদের সহায়তা করতে খুবই রোমাঞ্চিত আমি, যেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।’
এদিকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় ডোমিঙ্গোকে শুভ কামনা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর ভ্যান জিল শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জে রাসেলকে শুভ কামনা।’
স্টিভ রোডসের উত্তরসূরী হিসেবে নিয়োগ পেলেন ডোমিঙ্গো। তার নতুন অ্যাসাইনমেন্ট হবে চট্টগ্রামে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার সঙ্গে বোলিং কোচ হিসেবে কাজ করবেন আরেক দক্ষিণ আফ্রিকান ল্যাঙ্গেভেল্ট ও ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ডোমিঙ্গো যখন দক্ষিণ আফ্রিকার হেড কোচ ছিলেন (২০১৩ থেকে ২০১৭) তখনও প্রোটিয়াদের কোচিং স্টাফদের সদস্য ছিলেন এই দুজন।