উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়লো প্রাইভেট কারে, প্রাণ গেলো ৫
গার্ডার পড়লো প্রাইভেট কারে, প্রাণ গেলো ৫

বিদেশ সংবাদ

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুইজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এসময় গার্ডারটি হঠাৎ করে রাস্তায় চলমান প্রাইভেট কারের ওপর পড়ে যায়। গার্ডারটি ক্রেন থেকে ছুটে যায়নি, বরং ক্রেনের একপাশ উল্টে যায়। ধারণা করা হচ্ছে ক্রেনটির ধারণক্ষমতা কম ছিলো কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর