কালিয়াকৈরে পাগলা বাড়ীর মেলায় মানুষের উপচে পড়া ভিড়
কালিয়াকৈরে পাগলা বাড়ীর মেলায় মানুষের উপচে পড়া ভিড়

স্থানীয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন দেওয়ার বাজার এলাকায় অনুষ্ঠিত হচ্ছে একমাস ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাগলার মেলা অর্থাৎ কেশা পাগলার মেলা। কেও আবার আঞ্চলিক ভাষায় বলে থাকে চিনালের মেলা। যেখানে পা ফেলার জায়গা নেই সেখানে ছোট বড় সব ধরনের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। মানুষের উদাসীনতা দেখে মনে হবে করোনা সংক্রমণের কোন সু্যোগ নেই হয়তো এখানে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল হতে রাত পর্যন্ত দেখা যায় গণস্রোতে পরিণত হয় মেলার পুরো এলাকা জুড়ে।

শত বছরের পুরনো কেশা পাগলার মেলায় ছোট বড় সকলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিত হন এই মেলাকে ঘিরে। করোনার প্রখর বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ঠিক সেই মুহূর্তে আনন্দে মাতোয়ারা এই সকল মানুষ।

উল্লেখ্য বিষয় হচ্ছে এখানে যদি বলা হয় কোভিড কার্ড বিহীন প্রবেশ নিষেধ বিষয়টা তখন হাস্যকর ছাড়া আর কিছুই হবেনা।

সচেতন নাগরিকের মতে, করোনা কে ঘিরে মানুষের এই অবহেলা এবং উদাসীনতায় জাতীকে এক ভয়ানক রূপে রূপান্তরিত হতে পারে যার খেসারত সবাইকে দিতে হবে।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর