আশুলিয়ায় গ্রেফতার আতঙ্কে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

স্থানীয় সংবাদ

আনিসুর রহমান,নিজস্ব প্রতিবেদকঃআসন্ন ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় করা মামলায় গ্রেফতার আতঙ্কে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রভাব বিস্তার করে নিজের কর্মীদের এলাকা ছাড়া করার এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (বাবুল)। তবে মামলা নথিভুক্তের বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনার কথা অস্বীকার করেন। 

রোববার বিকেল সারে ৪টায় আশুলিয়ার কোনাপাড়া দারুল উলূম আলিম মাদরাসা মাঠে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, 'গত ৩১ ডিসেম্বর কলতাসূতি গ্রামে নিজেদের নৌকার নির্বাচনী প্রচারণার অফিসে নিজেরাই আগুন দিয়ে তার ২৩জন নেতাকর্মীর নামে থানায় মামলা দিয়েছে। এখন গ্রেফতার আতঙ্কে তারা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এতে তার নির্বাচনী প্রচারণায় বাঁধা সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিক থেকে তার কর্মীদের নানা হুমকি দিযে আসছে নৌকার লোকজন।'

তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নিশ্চিত পরাজয় হবে জেনেই তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ভোটে তার মাঠ শূণ্য রাখার চেষ্টা করছে নৌকার সমর্থকরা। তিনি এই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

নৌকার নির্বাচনী অফিস পোড়ার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, 'নৌকার অফিস পোড়ানোর ঘটনায় গতকাল মামলা দায়ের হয়েছে। মামলায় ২৩ জনের নাম ও বেনামে ১০-১৫ অজ্ঞাতকে আসামি করা হয়েছে। কারা আগুন দিয়েছে সে বিষয়টি এখনও তদন্তাধীন।'


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর